বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুরে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোসলেম উদ্দিন নামের এক ৮০ বছরের বৃদ্ধ। তার বাড়ি জেলার বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের আউলিয়াগঞ্জ এলাকায়। তিনি তাবলিগ থেকে আসার পর করোনায় আক্রান্ত হয়েছিলেন।
বুধবার দুপুরে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। ৯ দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোসলেম উদ্দিন। তার বাড়ি
জানা গেছে, মোসলেম উদ্দিন তাবলীগ জামায়াতে একমাস ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান শেষে গত ১ এপ্রিল রংপুরে ফিরে আসেন। এসময় তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রংপুরে পৌঁছে শহরের খামার মোড়ে মেয়ের বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে থাকা অবস্থায় জ্বর, সর্দি, ও কাশিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে ১৪ এপ্রিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান মোসলেম উদ্দিন। এসময় কর্তব্যরত চিকিৎসক তার রোগের লক্ষণ ও ইতিহাস জেনে করোনা সন্দেহ করে নমুনা পরীক্ষার পরামর্শ দেন। ওইদিন তার নমুনা সংগ্রহ করা হয় এবং ১৬ এপ্রিল তার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ২০ এপ্রিল সেখান থেকে তাকে ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থার উন্নতি হয়। এসময় তার আরও ২ বার করোনা টেষ্ট করা হলে নেগেটিভ ফলাফল আসায় আজ বুধবার তাকে ছাড়পত্র দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।