Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩, আহত ১৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ৪:০৬ পিএম

আফগানিস্তানের রাজধানী কাবুলের আসিয়াব জেলায় এক আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান সাংবাদিকদের জানান, কাবুল থেকে ১১ কিলোমিটার দূরে চাহার আসিয়াব জেলার রেশখোরে আত্মঘাতী হামলাকারী পূর্ব পরিকল্পিতভাবে তার শরীরে জড়ানো বোমার বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে।
পবিত্র রমজান ও করোনার মত মহামারির মধ্যেও কে এই হামলা চালিয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের পর আফগানিস্তানে চলমান শান্তি প্রক্রিয়ায় দেশটির সরকারের সঙ্গে বিরোধী সশস্ত্র সংগঠন তালেবানের আলোচনার টানাপোড়েনের মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ