Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৃথিবীর ৭১০ কোটি মানুষ আজ ঘরবন্দি : গবেষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ৩:৫৩ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় বলা হয়, বিশ্বের ৭১০ কোটি মানুষ নিজ দেশে বন্দি হয়ে পড়েছেন। করোনা মহামারীর কারণে ওইসব দেশে নাগরিক ও অধিবাসী ব্যতিত অন্য সকল ব্যক্তির প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অনেক ক্ষেত্রে বিদেশে থাকা নিজ দেশের নাগরিকদের প্রবেশেও জারি করা হয়েছে বিধি-নিষেধ। ফলে পর্যটক, ব্যবসায়ী, অভিবাসীসহ বিশ্বের ৯১ শতাংশ মানুষ নিজ নিজ স্থানে আটকা পড়ে আছেন। -ডন, পিউ রিসার্চ সেন্টার

এদের মধ্যে ৩০০ কোটি অর্থাৎ বিশ্বের জনসংখ্যার ৩৯ শতাংশ ওই সব দেশে রয়েছেন, যাদের সীমান্ত নাগরিক ও অধিবাসী ব্যতিত সকলের জন্য বন্ধ রয়েছে। ১৪০ কোটি জনসংখ্যার দেশ চীন বিজ্ঞানী ও কিছু কূটনীতিক ব্যতিত সকল বিদেশীর জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে। কাছাকাছি জনসংখ্যার দেশ ভারত সীমান্ত বন্ধ রেখেছে, ভিসা বন্ধ রেখেছে ও বিদেশ থেকে আসা নাগরিকদের দুই সপ্তাহের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে। ৩৩ কোটি জনসংখ্যার দেশ যুক্তরাষ্ট্র নাগরিক ও অধিবাসী ব্যতিত সকলের জন্য সীমান্ত বন্ধ রেখেছে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত চীন, ইতালি, ফ্রান্স, স্পেন, ব্রিটেন ও আয়ারল্যান্ডের ফ্লাইটে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
জাপান ২০২১ সাল পর্যন্ত টোকিও অলিম্পিক স্থগিত করেছে। পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ও নাগরিকদের করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোতে যেতে নিষেধ করা হয়েছে। বিদেশ থেকে আসা সকলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এদিকে কিছু ইকুয়েডরসহ কিছু মধ্য এশিয় দেশ নিজ দেশের নাগরিক ও অধিবাসীসহ সকলের জন্যই সীমান্ত বন্ধ করে রেখেছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের কিছু দেশ সাময়িকভাবে অভিবাসন প্রদানের কার্যক্রম স্থগিত করেছে।
রিসার্চ সেন্টারটি বলেছে, ভ্রমণ নিষেধাজ্ঞা বৃদ্ধি ও বাণিজ্যিক ফ্লাইট সীমিত হওয়ার কারণে নিজ দেশে ফেরা কঠিন হবে ২৭ কোটি ২০ লাখ আন্তর্জাতিক অভিবাসীর। এইসব ভ্রমণ নিষেধাজ্ঞায় মারাত্মক ক্ষতির কবলে পড়েছে বিশ্বের এয়ারলাইন্সগুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ