Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে মুদি দোকানে টিসিবির সয়াবিন তেল, জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ৩:২২ পিএম

চট্টগ্রামে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সয়াবিন পাওয়া গেছে মুদি দোকানে। 

টিসিবির তেল মুদি দোকানে বিক্রির দায়ে হাটহাজারীতে এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার উপজেলার এনায়েত বাজার মুনিয়া পুকুর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে আবুল কালাম স্টোর থেকে ২২৭ লিটার সয়াবিন তেল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

তিনি বলেন, আবুল কালাম নামে ওই মুদি দোকানি খোলা বাজারে বিক্রির জন্য টিসিবির তেল বিক্রি করছিলেন।

টিসিবির পণ্য মুদি দোকানে বিক্রির দায়ে দোকানি আবুল কালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দ করা সয়াবিন তেল করোনায় কর্মহীন হয়ে পড়া দিনমজুরদের ত্রাণ হিসেবে দেওয়া হবে।
এর আগেও হাটহাজারীর দোকান থেকে টিসিবির সয়াবিন তেল উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা

১৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ