Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূঞাপুরে করোনা আক্রান্ত আরও ১জন

ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ২:১৭ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাণঘাতি করোনা ভাইরাসে আরও একজন আক্রান্ত হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, উপজেলার চরনিকলা গ্রামের মর্তুজ আলী ছেলে আবুবকর গাজীপুরের সফিপুরে একটি ওয়েলডিংয়ের দোকানে কাজ করতো। ১৫ দিন আগে শ্বাস কষ্ট নিয়ে বাড়ী আসে। এর পর ভ‚ঞাপুর হাসপাতাল থেকে তার করোনা পরীক্ষা নমুনা নেয়া হলে তাতে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। পরবর্তীতে সে নিজেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা দিলে সেখানেও করোনা ভাইরাসের আলামত পাওয়া যায়নি। সে আবার ২৫ এপ্রিল সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করালে গত ২৮ এপ্রিল করোনা ভাইরাসের জীবানু পাওয়া যায়। বর্তমানে সে তার বাড়িতে প্রশাসনের সহায়তায় হোম কোয়ারেন্টিনে আছেন। তার পার্শবর্তী আরও চারটি বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানায় স্থানীয় ইউপি সদস্য মো. মোখলেছুর রহমান। উল্লেখ্য ভ‚ঞাপুরে এর আগে ৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তার মধ্যে ২জন সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ