Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাসে আর্জেন্টিনার ফুটবল মৌসুম বাতিল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ১:৩৯ পিএম

করোনাভাইরাসের কারনে গত মার্চের মাঝামাঝি সময় থেকে স্থগিত হয়ে যাওয়া ২০১৯-২০ সালের ফুটবল মৌসুম বাতিল করলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন(এফএ)।

সোমবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া ঘোষনা দেন।

স্থানীয় গনমাধ্যমকে তাপিয়া বলেন, ‘আমরা টুর্নামেন্ট শেষ করতে যাচ্ছি যাতে আমরা আগামী বছর মহাদেশীয় প্রতিযোগিতার জন্য সেরা দল বাছাই করতে পারি।’

আর্জেন্টিনা এফএ আরও জানিয়েছে, স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে এমন বিঘেœর কারনে এই মৌসুম ও আগামী মৌসুমে কোন রেলিগেশন হবে না। এই লিগে রেলিগেশন নির্ধারন করা হয়, যা তিন বছরের মেয়াদে নেয়া প্রতি খেলায় পয়েন্ট দ্বারা সিদ্ধান্ত দেয়া হয়। কিন্তু এই মৌসুম ও পরবর্তী মৌসুম তা স্থগিত থাকবে।

দিয়াগো ম্যারাডোনার ক্লাব গিমনাসিয়া, শীর্ষ বিভাগেই থাকবে।

মার্চের শুরুতে শেষদিনে, গিমনাসিয়াকে ১-০ গোলে হারানোয় লিগ চ্যাম্পিয়নশীপ জিতলো বোকা জুনিয়র্স।
মে’তে ২৪ দলের খেলা কোপা সুপার লিগার প্লে-অফ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। লকডাউনের আগে শুধুমাত্র এই আসরটির একটি রাউন্ডের খেলা হয়েছিল।

গেল ২০ মার্চ থেকে আর্জেন্টিনায় লকডাউন চলছে। আগামী ১০ মে পর্যন্ত কোয়ারেন্টিনের নির্দেশনা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ