Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দায়িত্ব পালনে অনীহায় ওসি ক্লোজড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ১:৩০ পিএম

দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় হবিগঞ্জের বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্তকে পুলিশ সদর দপ্তরে ক্লোজড করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাতে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সুপার জানান, সম্প্রতি নারায়ণগঞ্জ ও দেশের অন্যান্য স্থান থেকে লোকজন বানিয়াচংয়ে আসায় স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় তাদের কোয়ারেন্টিনে নেওয়া হয়। এছাড়া যারা ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়। এ সংক্রান্ত কাজে ওসি রঞ্জন কুমার সামন্ত অনিহা প্রকাশ করায় তাকে পুলিশ সদর দপ্তরের আদেশে ক্লোজড করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ