Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপান থেকে ফিরেছে ৫১ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ১১:২৪ এএম

করোনায় কারণে জাপানে আটকেপড়া ৫১ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় একটি বিশেষ ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রুপ ক্যাপ্টেন জানান, করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকেপড়া কিছু জাপানি নাগরিককে সোমবার (২৭ এপ্রিল) বিশেষ ফ্লাইটে করে তাদের দেশে নিয়ে যাওয়া হয়। ফিরতি ফ্লাইটে করে আবার জাপানে আটকেপড়া ৫১ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। তাদের বেশিরভাগই শিক্ষার্থী।

তিনি আরও বলেন, দেশে ফিরে আসা বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষার পর সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশি

৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ