Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিনি এখন এক নম্বরে

দ্য উইক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

বলিউড নায়িকাদের হারিয়ে দিলেন কণিকা কাপুর। না, করোনা আক্রান্ত প্রথম বলিউড তারকা হিসেবে নয়, অনলাইনে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তাকে। অবশ্য এর পেছনেও রয়েছে করোনা
গত ২০ মার্চ ইনস্টাগ্রামে কণিকা জানান, তিনি করোনায় আক্রান্ত। তার চিকিৎসা চলছে। অনুরাগীরা প্রথমে সহানুভুতি জানালেও, পরে যখন জানাজানি হয় মার্চের শুরুতে কোয়ারেন্টিনে থাকার পরিবর্তে তিনি পার্টি করে বেরিয়েছেন! তখনই শুরু হয় সমালোচনা।

কণিকা কাপুরের নাম যারা এর আগে কোনোদিন শোনেনইনি, তাদের কাছেও কৌত‚হলের কারণ হয়ে দাঁড়ান ‘বেবি ডল’ সিঙ্গার। তাতেই দীপিকা-ক্যাটরিনা-প্রিয়াঙ্কাকে পিছনে ফেলে দিয়েছেন।
গুগল সার্চ ইঞ্জিনের মোস্ট সার্চড বলিউড সেলেবের (ফিমেল) লিস্টে মার্চের ২০ তারিখ থেকে মার্চের ৩১ তারিখ পর্যন্ত রীতিমতো রাজত্ব করেছেন কণিকা। ভারতে ফিমেল বলিউড পারফরমারদের মধ্যে মানুষ সবচেয়ে বেশিবার খুঁজেছেন তাকেই।

গুগলের হিসাব বলছে, ২০ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত কণিকা সম্পর্কিত দিনে সার্চের গড় সূচক ৮.৮৮। দীপিকা এবং প্রিয়াঙ্কার ক্ষেত্রে যা অনেকটা কম। প্রিয়াঙ্কার ক্ষেত্রে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে ৪.৭১ এবং দীপিকার ক্ষেত্রে তা ৩.২৯। অথচ এর আগে দীপিকা-প্রিয়াঙ্কাকে টক্কর দেওয়া তো দূর, কাছাকাছিও ছিলেন না কণিকা।
এখন অবশ্য কণিকা সেরে উঠেছেন। বাড়িও ফিরে গেছেন। তাকে নিয়ে হঠাৎ গজিয়ে ওঠা উৎসাহ গত কয়েক দিনে ভাটা পড়েছে। সার্চের সংখ্যাও কমছে ক্রমশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ