মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভ্রাম্যমাণ ইউনিট
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাস আক্রান্তদের পরীক্ষা কর্মসূচি জোরদার করতে সেনা সদস্যদের সমন্বয়ে ভ্রাম্যমাণ ইউনিট নামাচ্ছে যুক্তরাজ্য। দেশজুড়ে এসব ভ্রাম্যমাণ ইউনিট সফর করবে। শুরুতে আটটি ইউনিট নামানো হচ্ছে। পরে আরও কয়েক ডজন নামানো হবে। রয়টার্স।
কাশ্মীরে নিহত ৪
ইনকিলাব ডেস্ক : রোববার বিকেল থেকে কাশ্মীরের কুলগামে সেনা, সিআরপিএফ এবং পুলিশের অভিযানকালে চার জনের মৃত্যু হয়। রোববার চারজন নিহত হওয়ার মধ্য দিয়ে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জেলায় গত সাতদিনে প্রায় ১৪ জন নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্র দাবি করে, নিরাপত্তা বাহিনীর দলটি গ্রামে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ওপর হামলা চালায় আত্মগোপন করে থাকা জঙ্গিরা। নিউজ১৮।
সম্ভব নয়
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালির প্রধানমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত ইতালিতে মৃতুহার শূন্যে আনা সম্ভব নয়। নতুন ঘোষণা নিয়ে রোববার দ্বিতীয় ধাপে জাতির উদ্দেশে ও টেলি সংবাদ সম্মেলনে দেশটির সার্বিক পরিস্থিতির ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তি। রয়টার্স।
ব্যাংকে বিস্ফোরণ
ইনকিলাব ডেস্ক : লেবাননের একটি প্রাইভেট ব্যাংকে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকটির সম্মুখভাগ ও ছাদের কিছু অংশ ধ্বংস হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় সিদন শহরের ফ্রানসা ব্যাংকের শাখায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ব্যাংকের পাশে থাকা সিসিটিভি ক্যামেরায় বিস্ফোরণের সময় দুই ব্যক্তিকে দেখা গেছে। এপি, ন্যাশনাল নিউজ এজেন্সি।
মসজিদ খুলে দিচ্ছে
ইনকিলাব ডেস্ক : এবার মসজিদ খুলে দেওয়ার পরিকল্পনা করছে ইরান। প্রেসিডেন্ট রুহানি বলেছেন, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বিবেচেনা করে অঞ্চলগুলোকে সাদা, হলুদ ও লাল হিসেবে চিহ্নিত করার ঘোষণা দিয়েছে সরকার। খুলে দেওয়া মসজিদগুলোতে পুণরায় জুমার নামাজ শুরু হবে। অর্থাৎ মুসল্লিরা আবারও মসজিদগুলোতে নামাজ আদায় করতে পারবেন। ইরনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।