Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘শোলে’ রিমেকে খুব আগ্রহী নন রমেশ সিপ্পি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

বলিউডের নির্মাতাদের ক্লাসিক এবং পুরনো দিনের ব্লকবাস্টারগুলোর রিমেকের ব্যাপারে বেশ পক্ষপাত আছে। রমেশ সিপ্পি ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে সফল ফিল্মগুলোর একটি ‘শোলে’ উপহার দিয়েছিলেন ১৯৭৫ সালে। তিনি এই রত্মসম চলচ্চিত্রটির রিমেকের পক্ষে নন। “আমি ঠিক ‘শোলে’র রিমেকের পক্ষে নই, যদি না কেউ একেবারে অন্য ধারায় এটি উপস্থাপন করতে পারে। অন্য কথায় ‘শোলে’র কথা এলে আমি পুনর্নির্মাণের পক্ষে নই। তার মানে এই নয় যে আমি রিমেকের বিরুদ্ধে- অনেক ফিল্মের রিমেক হয়েছি সুন্দরভাবে, তবে এই কাজটি সহজ নয়, এর দ্বারা একটি নির্দিষ্ট ফিল্মের পুরো জগতটা পুনর্নির্মাণ করতে হয়,” সিপ্পি একটি সংবাদ সংস্থাকে বলেন। রাম গোপাল ভার্মা ২০০৭ সালে ‘শোলে’ রিমেক করেছিলেন তার নিজের মত করে, নাম দিয়েছিলেন ‘রাম গোপাল ভার্মা কি আগ’। বলাই বাহুল্য ভার্মা ভাল নির্মাতা হলেও দর্শকরা ফিল্মটিকে গ্রহণ করতে পারেনি, বক্স অফিসে চরম ব্যর্থতার পরিচয় দেয় ফিল্মটি। সেলিম খান এবং জাভেদ আখতারের কাহিনী ও চিত্রনাট্যে সিপ্পির ‘শোলে’তে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, সঞ্জীব কুমার, হেমা মালিনী এবং জয়া ভাদুড়ি। ডাকাত গব্বর সিংয়ের ভূমিকায় আমজাদ খানের অভিনয় এখনও দর্শক মনে রেখেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রমেশ-সিপ্পি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ