Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেশা তার লকডাউন সঙ্গীত ‘হোম অ্যালোন’ ম্যাকলে কালকিনকে উৎসর্গ করলেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

গায়িকা কেশা লকডাউনে বন্দি দশায় গাওয়া ‘হোম অ্যালোন’ গানটি একই নামের ১৯৯০ সালে চলচ্চিত্রের অভিনেতা ম্যাকলে কালকিনকে উৎসর্গ করেছেন। ৩৩ বছর বয়সী গায়িকা গানটি গাইবার সময় রেকর্ড করা তার নিজের ফুটেজ এবং ‘হোম অ্যালোন’ চলচ্চিত্রের ফুটেজের একটি মন্তাজ সোশাল মিডিয়াতে পোস্ট করেছেন। “আমি বাড়িতে একঘেয়েমিতে ভুগছি তাই আপনাদের জন্য এই গানটি রেকর্ড করলাম!!! আর একটি ভিডিও। এর নাম ‘হোম অ্যালোন’ .. নিজ বাড়িতে অবস্থান করছেন যে সব আকর্ষণীয় মানুষ তাদের উৎসর্গ করলাম। আর উৎসর্গ করলাম আদি ও অকৃত্রিম ম্যাকলে কালকিনকে,” কেশা বলেন। ভিডিও ক্লিপের শুরুতেই ‘হোম অ্যালোন’ ফিল্মের মার্ভ (ড্যানিয়েল স্টার্ন) আর কেভিনকে (ম্যাকলে কালকিন) মুখোমুখি দেখা যায় যেখানে কেভিন এয়ারগান তাক করে মার্ভকে ‘হ্যালো’ বলে। তারপরই শুরু হয় বিলাসবহুল শয়ন কক্ষে গায়িকার গান। কেশা এর আগে নিকোলাস কেইজকে নিয়ে আরেকটি গান করার আভাস দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ