বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পেকুয়া উপজেলার বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৫ টন অর্থাৎ ৩০০ বস্তা চাউল উদ্ধার করেছে পুলিশ।
২৬ এপ্রিল (রবিবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পেকুয়া থানা পুলিশের একটি টিম বিদ্যালয়ে গিয়ে চাউলের বস্তা গুলো উদ্ধার করেন। বিষয়টি পেকুয়া থানার ওসি কামরুল ইসলাম নিশ্চিত করেছেন।
উদ্ধারকৃত চালভর্তি বস্তা গুলো রাত সোয়া ৩ টা পর্যন্ত পুলিশ পাহারায় থাকে। রাত ১টার দিকে পেকুয়া থানা পুলিশ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্কুলে ডেকে নিয়ে তার স্কুলে রাখা ১৫ টন চাউল তার জিম্মায় দেন।
প্রধান শিক্ষক মোস্তফা আলী জানান, ২৬ এপ্রিল রাত ৯ টার দিকে স্কুল পরিচালনা কমিটির সভাপতি স্কুলের নাইট গার্ড থেকে চাবি নিয়ে চাউলের বস্তাগুলো স্কুলের ভিতরে রাখেন বলে তিনি পরে জানতে পারেন।
প্রধান শিক্ষক মোস্তফা আলী আরো জানান, জিম্মানামায় বারবাকিয়া ইউনিয়ন পরিষদের দু’জন মেম্বার ও স্থানীয় একজন যুবলীগের নেতাকে স্বাক্ষী করা হয়েছে।
পেকুয়া থানার ওসি কামরুল ইসলাম জানান, চাউল গুলোর কাগজপত্র দেখে প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।