Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে একই পরিবারের ৬ জন করোনা আক্রান্ত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ১০:২১ এএম

চট্টগ্রামে একই পরিবারের ছয় জনসহ নতুন করে আরো ৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। অপর একজন নগরীর দামপাড়া পুলিশ লাইনের বাসিন্দা ও ট্রাফিক বন্দর বিভাগের সদস্য।
এছাড়া লক্ষীপুর জেলায় আরও তিনজনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
চট্টগ্রামে ১০১ জনের নমুনা পরীক্ষায় রোববার নতুন এ ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৩ জনে। এর বাইরে দুজন ভিন্ন জেলা থেকে করোনা পজিটিভ হয়ে এসে চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিআইটিআইডিতে ১০১টি নমুনা পরীক্ষা শেষে ১০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এরমধ্যে ৬ জন সাতকানিয়ার একই পরিবারের সদস্য।
সাতকানিয়া রুপনগর এলাকার শনাক্ত ৬ জনের তিনজন পুরুষ ও তিনজন নারী। এর মধ্যে ১৪ ও ১৫ বছর বয়সী দুজন কিশোরও রয়েছে। অপর পুরুষের বয়স ৫৬ বছর। আর তিন নারীর বয়স যথাক্রমে ৭৫, ৪৫ ও ৩২ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, আক্রান্ত সবাই গত ১৯ এপ্রিল রূপনগর এলাকায় করোনা শনাক্ত হওয়া ব্যক্তির পরিবারের সদস্য এবং সাতকানিয়ায় প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া পশ্চিম ঢেমশা ইছামতি আলীনগরের ব্যবসায়ীর মেয়ে ও নিকটাত্মীয়।
এদিকে আক্রান্ত পুলিশ শারীরিক অসুস্থতাবোধ করলে গত ২২ এপ্রিল দামপাড়ার পুলিশ হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরের নমুনা নেয়া হয়। এনিয়ে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পাঁচ সদস্য করোনা আক্রান্ত হলেন।
নতুন করে করোনা শনাক্ত হওয়া রোগীদের নির্ধারিত দুটি হাসপাতালের আইসোলেশনে নেয়ার কথা জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ