বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গতকাল রোববার দুপুরে খুলনার বটিয়াঘাটা উপজেলায় বিরাট গ্রামে হাজী মনোয়ারা জাহাঙ্গীর কমিউনিটি ক্লিনিক-এর উদ্বোধন হয়। উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গোলাম হাসান।
প্রধান অতিথি ছিলেন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও দৈনিক ইনকিলাব খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার আবু হেনা মুক্তি। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. অর্পনা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মো. মোস্তফা আকুঞ্জি, সহকারী পরিদর্শক নাসির উদ্দীন, বিশিষ্ট সমাজ সেবী ও আ.লীগ নেতা মনোয়ারুল ইসলাম, কামরুল ইসলাম, শেখ শহিদ প্রমুখ। প্রায় ত্রিশ লাখ টাকা ব্যয়ে হাসপাতাল ভবন নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনকালে ইউপি চেয়ারম্যান গোলাম হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাচ্ছেন। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে কমিউনিটি ক্লিনিক এখন বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। তারই ধারাবাহিকতায় এই ক্লিনিকটিও মডেলের পর্যায়ে আমরা এনেছি।
সভাপতির বক্তব্যে ডা. অর্পনা বিশ্বাস বলেছেন, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার কারণে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমেছে। এটি দেশের জন্য, দেশের মানুষের জন্য বিরাট অর্জন। মানুষকে ক্লিনিকমূখী করতে হতে হবে। তার জন্য যা করা লাগে যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।