Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানা হচ্ছে না সামাজিক দূরত্ব

বয়স্ক ভাতা বিতরণ

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ৮:৩২ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে বয়স্ক ভাতা বিতরণে মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব কিংবা কোন নিয়ম। নজরদারী নেই প্রশাসন কিংবা সোনালী ব্যাংক কর্তৃপক্ষের। সচেতন মহলে ক্ষোভ। বাড়ছে আতঙ্ক।

চারদিকে যখন করোনাভাইরাসের আতঙ্ক। প্রশাসন যখন জনসচেতনতা বৃদ্ধি, জনসমাগম ঠেকানোসহ সামাজিক দূরত্ব নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন ঠিক আতঙ্ক সময়ে চিলমারীতে বয়স্ক ভাতা বিতরণে তার চিত্র ছিল উল্টো। নেই কোন নিয়ম, ছিল না সামাজিক দূরত্ব, ছিল জনসমাগম। এছাড়াও ইতি মধ্যে ১জন ব্যক্তি করোনা আক্রান্ত খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় আতঙ্ক বাড়লেও বয়স্কদের জনসমাগম নিয়ে দেখা যায়নি কর্তৃপক্ষের কোন উদ্যোগ। করোনা আতঙ্ক মাথায় নিয়ে ভাতা গ্রহণ করতে আসা বেশ কয়েকজন জানান, আমাদের যেভাবে ব্যাংকের লোকজন নির্দেশ দিয়েছে আমরা সেই ভাবেই তো লাইন ধরেছি। আর সামাজিক দূরত্ব কি এটা তো বুঝি না বাবা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ