Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিশীতার কণ্ঠে এবার চিত্রা সিং’এর ‘কথা ছিল দেখা হবে’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

কলকাতার পুরোনো দিনের বাংলা গান নিজেদের কন্ঠে তুলে নিয়ে বিগত এক বছরেরও বেশি সময় ধরে গাইছেন এই প্রজন্মের সঙ্গীতশিল্পীরা। দেশের বরেণ্য সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক পার্থ বড়ুয়ার নতুন সঙ্গীত আয়োজনে শিল্পীরা তাদের কন্ঠে বেশ অনায়াসেই সেইসব গান নিজেদের কন্ঠে তুলে নিয়ে শ্রোতা দর্শককে উপহার দিচ্ছেন। দেশের অনেক শিল্পীর তালিকায় রয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নিশীতা বড়–য়াও। এরইমধ্যে নিশীতার কন্ঠেই আবারো জনপ্রিয়তা পেয়েছে লতা মুঙ্গেশকরের ‘আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো’, আরতি মুখার্জির ‘ তখন তোমার একুশ বছর বোধয়’ ও শ্রাবন্তী মজুমদারের ‘ আহা কপালে আগুন জ¦লে না’ গান তিনটি। সেই ধারাবাহিকতায় গেলো ২৪ এপ্রিল নীশিতার কন্ঠে ইউটিউবে প্রকাশিত হয়েছে চিত্রা সিং’এর গাওয়া বিখ্যাত গান ‘কথা ছিলো দেখা হবে’। প্রেমিকের ভুল ভাঙ্গাতে প্রকৃতি সেজেছিল, সেজেছিল প্রেমিকার হৃদয়ও। কিন্তু অপেক্ষার ক্ষণ ফুরিয়ে গেলেও প্রেমিক আসেনি। হৃদয়ের উষ্ণতা পৌঁছুলোনা আর প্রেমিকের কাছে, জানা হলো না তারও মনের অভিপ্রায়। এমনই এক শূন্যতায় ঘেরা মুহূর্তে, প্রেমিকার দীর্ঘশ্বাস উঠে এসেছে নীশিতার কন্ঠে। গানটি প্রকাশের পর থেকে নিজের গায়কীর জন্য বেশ সাড়া পাচ্ছেন নিশীতা বড়–য়া। নিশীতা বলেন,‘ অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা শ্রদ্ধেয় পার্থ বড়–য়া দাদা’কে। কারণ তিনি এই গানটি গাওয়ার জন্য আমার উপর আস্থা রেখেছেন। এই গানটি আমি ছোটবেলা থেকেই খুউব ভালোবাসতাম। কিন্তু গানের সঞ্চারিটা কখনোই ভালো করে শোনা হয়ে উঠেনি। ধন্যবাদ সোলস’র মারুফ হাসান রিয়েল’কে। কারণ তিনি আগে না শিখালে হয়তো গানটা আমার প্রথম থেকেই শিখতে হতো। তাই গানটি আমি তাকে উৎসর্গ করলাম। আর যাদের কাছে আমার কন্ঠে এই গানটি ভালোলাগা সৃষ্টি করছে তাদের কাছে কৃতজ্ঞতা, তাদের প্রতি ভালোবাসা রইলো। করোনা’র এই ক্রান্তিকাল কেটে গিয়ে আমরা নতুন এক পৃথিবীর মুখোমুখি হবো। আমি বিশ্বাস করি ঈশ্বর নিশ্চয়ই আমাদের জন্য সুন্দর এক পৃথিবী রচনা করছেন যেখানে আবারো আমাদের দেখা হবে।’ উল্লেখ্য কথা ছিলো দেখা হবে’ গানটি লিখেছেন শ্যামল দাসগুপ্ত ও সুর সঙ্গীত করেছিলেন সতীনাথ মুখার্জি। এদিকে কিছুদিন আগে নিশীতা বড়ুয়া গাজী মাজহারুল আনোয়ারের লেখা, আবিদ রনির সুর সঙ্গীতে ‘কপাল পুড়লো’ শিরোনামে নতুন একটি সিনেমার গানে কন্ঠ দিয়েছেন। এর আগেও তিনি গাজী মাজহারুল আনোয়ারের লেখা দুটি গানে কন্ঠ দিয়েছিলেন। এদিকে করোনার এই দুর্বিষহ সময়ে নিশীতা নিজের সামর্থ অনুযায়ী গোপনেই কিছু মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করছেন। তবে এ নিয়ে তিনি প্রকাশ্যে কিছু বলতে নারাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ