বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস প্রাদুর্ভাবের মাঝে সামর্থহীনদের জন্য ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘ফ্রি বাজার’ চালু করেছে ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। আর্তমানবতার সেবায় নিয়োজিত এ সংগঠনটি আঠারবাড়ি ইউনিয়নের উত্তরবনগাঁও গ্রামে রমজান মাস উপলক্ষে ‘ফ্রি বাজার’ কার্যক্রম শুরু করেছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন এ ফ্রি বাজার কার্যক্রম উদ্বোধন করেন।
জানা যায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের উত্তরবনগাঁও গ্রামে বিত্তবানদের অনুদান ও নিজস্ব অর্থায়নে ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন ‘ফ্রি বাজার’ কার্যক্রমটি চালু করেছে। নিম্ম আয়ের মানুষ এখানে বিনামূল্যে তাদের প্রয়োজনীয় জিনিস নিতে পারছে। প্রতিদিন ১শ ৩০ টি পরিবার তাদের চাহিদা মত পণ্য সামগ্রী নিতে পারবে। পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে আলু, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, লাউ, ঢেঁড়স, শসা, মুড়ি, খেজুর ইত্যাদি। ‘ফ্রি বাজার’ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন সংগঠনটির সদস্য অনিক কুমার নন্দী, মাসুম ভুঁইয়া, রাকিবুল ইসলাম শুভ, শাহরিয়ার খান ইমন, ইয়াহিয়া দিপন, মতিউর রহমান, মাহফুজুর রহমান টুটুল, আবদুস সামাদ ঝুমন, মোস্তাকিম আহমেদ, জাকির হোসেন প্রমুখ।
মুক্তির বন্ধন ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আজহারুল ইসলাম পলাশ জানান, হাটের কার্যক্রম রমজান মাস পর্যন্ত চলবে। এতে আরও নতুন নতুন পণ্য বিক্রি হবে। কৃষিপণ্য সমূহ স্বেচ্ছাসেবীরা কৃষকের জমি থেকে সরাসরি উত্তোলন করে তা বাজারে এনে দেওয়া হবে। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ‘ফ্রি বাজার’ চলবে। আর্তমানবতা সেবা কার্যক্রম অব্যহত রাখার স্বার্থে ফাউন্ডেশনকে সহযোগিতা করার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান ।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, পবিত্র রমজানে সংগঠনটির ‘ফ্রি বাজার’ কার্যক্রম নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি এ ফাউন্ডেশনের মঙ্গল কামনা করে বলেন, তাদের যেকোনো শুভকাজে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।