Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থনৈতিক পরিকল্পনা করোনায় আক্রান্তদের ‘ইমিউনিটি’ স্তরের উপর নির্ভর করে না : ট্রুডো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ৪:৩১ পিএম

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, পুনরায় অর্থনীতি চালু করার পরিকল্পনা করোনা আক্রান্তদের ‘ইমিউনিটি’ স্তরের উপর নির্ভর করে না। 

অটোয়ায় নিয়মিত ব্রিফিংয়ে শনিবার ট্রুডো বলেন, অর্থনীতি পুনরায় সচল করতে হলে কাজের জায়গাগুলোতে সামাজিক দূরত্ব এবং প্রতিরক্ষামূলক সরঞ্জামের মাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে কানাডিয়ান প্রাদেশিক পরিকল্পনার উপর জোর দিন। -রয়টার্স, নিউজ ১৮
এর একদিন আগে ট্রুডো বিভিন্ন প্রদেশ প্রধানদের সঙ্গে অর্থনীতি সচল করার ব্যাপারে আলোচনা করে জাতীয় পর্যায়ে সমন্বয় রেখে প্রদেশগুলোর সংক্রমণের হার অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছিলেন।
নিউ ব্রান্সউইক প্রদেশের অর্থনীতি কার্যক্রম শুরু করেছে এবং সাসকাচোয়ান মে মাসে পুনরায় খোলার পরিকল্পনাটির রূপরেখা দিয়েছে।
ট্রুডো জানান, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর আগে বলেছিলো যে, করোনা থেকে সুস্থ হলে এবং অ্যান্টিবডি রয়েছে এমন লোকেরা দ্বিতীয়বার করোনা সংক্রমণের হাত থেকে সুরক্ষিত এমন কোন প্রমাণ নেই। তবে এ বিষয়টির স্পষ্ট উত্তর না পাওয়া পর্যন্ত আরও সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানান।
কানাডার করোনা আক্রান্ত প্রায় ৮০ শতাংশ কুইবেক এবং অন্টারিওতে, সেখানে নার্সিং হোমগুলোতে এর প্রকোপ বেশি। দেশটিকে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৩৫৪ জন এবং মারা গেছেন ২ হাজার ৪৬৫ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪৬৪ জন।-ওয়ার্ল্ডোমিটার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ