Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা মোকাবিলায় বায়োকেমিস্ট ও মলিকুলার বায়োলজিস্টদের যুক্ত করার দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ৯:৪৯ পিএম

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা মোকাবেলায় গঠিত জাতীয় পরামর্শক কমিটিতে বায়োকেমিস্ট ও মলিকুলার বায়োলজিস্ট, মহামারি বিশারদ, ভ্যাকসিন গবেষক ও অর্থনীতিবিদদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব জানিয়েছে গ্র্যাজুয়েট বায়েকেমিস্ট অ্যাসোসিয়েশন (জিবিএ)।

শনিবার (২৫ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের এ প্রস্তাবের কথা জানান।

বিজ্ঞপ্তিতে তারা জানান, সরকারি সহযোগিতা পেলে ভিটিএম তৈরি এবং ভাইরাসটির জিনোম সিকোয়েন্স করে প্রয়োজনীয় টেস্ট কিট তৈরির কাজে বায়োকেমিস্ট ও মলিকুলার বায়োলজিস্টরা কাজ করবেন।

তাদের অভিযোগ সরকারকে করোনা মোকাবিলায় সহযোগিতার প্রস্তাব দিলেও তার কোন জবাব পাওয়া যায়নি। এই কাজে বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে সহযোগিতা করতে পারে তা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে।

করোনা প্রতিরোধে মলিকুলার বায়োলজিস্টদের উল্লেখযোগ্য ভূমিকা রাখার সক্ষমতা থাকার পরও গত ১৮ এপ্রিল গঠিত ১৭ সদস্য বিশিষ্ট জাতীয় পরামর্শক কমিটিতে বায়োকেমিস্ট ও মলিকুলার বায়োলজিস্ট কাউকে রাখা হয়নি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিজ্ঞানী প্রফেসর প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, বর্তমানে করোনা প্রতিরোধ একটি যুদ্ধ। বিশ্বব্যাপী এই যুদ্ধে যারা এখন পর্যন্ত সফলতা দেখিয়েছে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, এই যুদ্ধে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও একটি সমন্বিত কার্যক্রম দরকার যাতে চিকিৎসকদের পাশাপাশি গবেষকদের কাজ করার সুযোগ থাকবে।

আন্তর্জাতিক খ্যাতনামা বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী (আইসিডিডিআর,বি) বলেন, বর্তমানে যে টেস্ট করা হচ্ছে তার কোয়ালিটি কন্ট্রোল করা প্রয়োজন। কিন্তু দেখা যাচ্ছে কয়েকদিন পরপর টেস্ট কিট পরিবর্তন করা হচ্ছে। ভিটিএম এর পরিবর্তে নরমাল স্যালাইনে স্যাম্পল সংরক্ষণ করা হচ্ছে যা স্যাম্পলের গুণগত মান কমিয়ে দিচ্ছে।

জিবিএ জানিয়েছে, ভাইরাসটি দ্রুত এর জিনোমে পরিবর্তন বা মিউটেশন ঘটায়, এর জন্য ভ্যাকসিন আবিষ্কার করতে হিমশিম খাচ্ছেন বিজ্ঞানীরা। পর্যাপ্ত সংখ্যক টেস্ট করে আক্রান্ত ব্যক্তিদের সনাক্ত ও আইসোলেশনের মাধ্যমে কয়েকটি দেশ করোনা প্রতিরোধে সফলতা পেয়েছে।

কিন্তু এক্ষেত্রে আমরা এখনো অনেক পিছিয়ে আছি উল্লেখ করে তারা বলেন, এর অন্যতম প্রধান কারণ হলো টেস্ট বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ভুল। বিশ্বব্যাপী আরটি-পিসিআর হলো করোনা সনাক্তকরণে গোল্ড স্ট্যান্ডার্ড মেথড। এটি এমন একটি প্রযুক্তি যা সাধারণ চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়না। এই মলিকুলার প্রযুক্তিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আরএনএ/ডিএনএ নিয়ে গবেষণার কাজে প্রতিনিয়তই ব্যবহার হয় এবং সাধারণত বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ও শিক্ষকরা এই প্রযুক্তি ব্যবহার করে থাকেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ