Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌতুক না পেয়ে স্ত্রীর হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ

প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : আমতলীতে যৌতুকের জন্য পৈশাচিক নির্যাতনে শিকার ২ সন্তানের জননী জেসমিন। যন্ত্রণায় কাতরাচ্ছে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বরগুনা জেলার আমতলী উপজেলাধীন কুলাইরচর গ্রামের চান মিয়ার ছেলে হাসান (৩৫) যৌতুকের দাবিতে তার স্ত্রী জেসমিন (২৫) কে হাত-পা বেঁধে উপুড় করে ফেলে অমানুষিকভাবে পিটাতে থাকে। এসময় তার এবং তার ২ সন্তানের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলেও হাসানের কাছে কেউ ভিড়তে পারেনি। হাসান তার ইচ্ছামত পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে চলে যায়। এই পৈশাচিক নির্যাতনের পর এলাকাবাসী জেসমিনকে আমতলী হাসপাতালে এনে ভর্তি করে। হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় ক্রন্দনরত অবস্থায় জেসমিন জানায়, বিয়ের সময় তার গরীব পিতা মোবারক চৌকিদার হাসানকে যৌতুক হিসাবে ৩০ হাজার টাকা ও ১টি গরু প্রদান করে। এরকিছু দিন পর জেসমিন আবারও ২৫ হাজার টাকা তার পিতার কাছ থেকে এনে দেয়। এর পর ছোট বাচ্চাটির ডেলিভাড়ির সময় সিজার অপারেশনের জন্য জেসমিন তার ভগ্নিপতির কাছ থেকে ২০ হাজার টাকা এনে দেয়। প্রতিবারই টাকার জন্য সে নির্যাতনের শিকার হয়। ইতিমধ্যে জেসমিনের বাবা মোবারক চৌকিদার মারা গেলে পৈত্রিক সূত্রে জেসমিন কিছু জমা-জমি প্রাপ্ত হয়। মা-বাবার প্ররোচণায় হাসান ঐ জমি বিক্রি করে টাকা এনে দেয়ার জন্য জেসমিনকে চাপ প্রয়োগ করে। জেসমিন জমি বিক্রি করতে অস্বীকার করলে আগের মতই শুরু হয় শারীরিক নির্যাতন। সর্বশেষ এই নির্যাতনের ঘটনা ঘটেছে গত ২৬ জানুয়ারি সকাল ১০টায়। শুধু এই পৈশাচিক নির্যাতন করে হাসান ক্ষান্ত হয়নি, কোলের শিশুটিকেও সে কেড়ে রেখে দিয়েছে। এই ৫/৬ দিনে হাসান হাসপাতালের ধারে কাছেও আসেনি। খোঁজ-খবর নেয়নি এবং চিকিৎসার খরচও যোগান দেয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যৌতুক না পেয়ে স্ত্রীর হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ