নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ফরাসি লিগ ওয়ানের প্রথম ফুটবলার হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোপেঁলিয়ের জুনিয়র সাম্বিয়া। ফ্রান্সের একটি হাসপাতালে বর্তমানে অবশ্য স্থিতিশীল অবস্থায় রয়েছেন ফরাসি এই মিডফিল্ডার। গত মঙ্গলবার হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে কৃত্রিম কোমায় নেওয়া হয়েছিল, শুক্রবার জানিয়েছেন তার এজেন্ট ফেদেরিকো গেরা, ‘শুক্রবার থেকে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। অবনতিও হয়নি, উন্নতিও হয়নি। এটি তার জন্য বেশ কঠিন। সে লকডাউন মেনে চলেছিল। সবকিছু ভালোভাবে করছিল। নিশ্চয় শপিং করতে গিয়ে ভাইরাসে আক্রান্ত হয়েছিল।’
গত কয়েক দিনে মঁপেলিয়ের একজন তারকা সাম্বিয়ার সঙ্গে দেখা করেছিলেন। তাঁকেও কোয়ারেন্টিনে পাঠিয়ে দিয়েছে ফরাসি ক্লাবটি। কোভিড-১৯ রোগের বিস্তার ঠেকাতে ফ্রান্সে সব ধরনের ফুটবল খেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে সম্প্রতি ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের প্রধান নোয়েল লে গ্রায়েত আগামী জুনে খেলা মাঠে ফেরানোর প্রস্তাব দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।