Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাপাসিয়ায় করোনার উপসর্গ নিয়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ৭:৩৩ পিএম | আপডেট : ৭:৩৫ পিএম, ২৫ এপ্রিল, ২০২০

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। ওই শিক্ষকের নাম মাওলানা নূরে আলম। উপজেলার সনমানিয়া এলাকার ডা. আবদুল আজিজের ছেলে মাওলানা নূরে আলম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার রাতে হঠাৎ তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে ভোরে তার মৃত্যু হয়।

এলাকার কোন মানুষ এগিয়ে না আসায় কাপাসিয়া থেকে ইসলামিক ফাউন্ডেশনের তিনজন গিয়ে তার লাশ দাফন কাজ সম্পন্ন করেন। স্বাস্থ্য বিভাগের লোকজন মৃত নূরে আলমের বাড়ির লোকজনের নমুনা সংগ্রহ করবে বলে জানাযায় ।
ইসলামিক ফাউন্ডেশন গাজীপুর জেলা সুপারভাইজার হারিছুল হক জানান, আমরা নূরে আলমের বাড়িতে গিয়ে গোসল করিয়ে দাফন সম্পন্ন করেছি। আমার সাথে ছিল ইসলামিক ফাউন্ডেশন কাপাসিয়া উপজেলা মডেল লাইব্রেরির কেয়ারটেকার আলী হোসেন ও সাধারণ কেয়ারটেকার জয়নাল আবেদীন।

সনমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, নূরে আলম আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি একটি কওমি মাদ্রাসার শিক্ষক ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ