Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

নারায়নগঞ্জ থেকে বাউফলে অ্যাম্বেুলেন্সে আসা সেই ছয়জনের মধ্যে পাঁচ জনই করোনায় আক্রান্ত

বাউফল উপজেলা (পটুয়াখালী )সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ৬:৩৭ পিএম

লকডাউন উপেক্ষা করে যে ছয় ব্যক্তি রোগী সেজে অ্যাম্বুলেন্সে করে গত সোমবার (২০ এপ্রিল) নারয়ানগঞ্জ থেকে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে আসেন। তাদের মধ্যে পাঁচ জনই করোনা ভাইরাসে আক্রান্ত। এদের মধ্যে একজন পুরুষ চারজনই নারী। গতকাল শুক্রবার বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত সোমবার (২০ এপ্রিল) নারায়নগঞ্জ থেকে অ্যাস্বুলেন্স করে রোগী সেজে উপজেলার কালাইয়া ইউনিয়নে আসেন। এক পর্যায়ে ওই যাত্রীরা স্থানীয়দের বাঁধার মুখে পড়লে ইউনিয়ন চেয়ারম্যান এস এম ফয়সাল আহম্মেদ মনির হোসেন মোল্লা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়। পরে পুলিশ ওই অ্যাম্বুলেন্সটিকে জব্দ করে এবং ওই ছয় যাত্রীকে পুলিশ আটক করে উপজেলার ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের শ্রেণিকক্ষে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, আক্রান্তদের আইসোলোশনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তাকে বলা হয়েছে। তিনি উপজেলাবাসীকে আতংকিত না হয়ে সচেতন হয়ে লকডাউন মেনে চলার আহ্বান জানান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, যারা আক্রান্ত হেেছন, তাদের সাথে কথা বলেছি। তারা সুস্থ আছেন। তাদেরকে প্রাতিষ্ঠানিক আইসোলেশেনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ