Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিপাইনে দুই দশক পর বার্ষিক আয়ে ধস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ৬:১১ পিএম

প্রায় দুই দশক পর ফের বার্ষিক প্রবৃদ্ধিতে ধসের সম্ভাবনা দেখছে প্রাণঘাতি করোনাভাইরাসে জর্জরিত ফিলিপাইন। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বেনজামিন দিয়াকনো। -রয়টার্স

দ্রুত প্রগতিশীল অর্থনীতির তালিকায় থাকা দেশটির অধিকাংশ শহর এখন লকডাউনের কবলে পড়েছে। মার্চের শুরুতে করোনাভাইরাস মহামারিতে রূপ নিলে লকডাউন করা হয় দেশটির অধিকাংশ শহর।
এক বিবৃতিতে গভর্নর বেনজামিন জানান, ফিলিপাইনে চলতি বছরে জিডিপি ০.২ শতাংশ কমার আশঙ্কা রয়েছে। তবে প্রথম প্রান্তিকের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে এরইমধ্যে মোট জিডিপির ৭.৭ শতাংশ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়।
২০২১ সালের মধ্যে অর্থনীতি ‘ইউ’ শেপ প্যাটার্ন অনুসরণ করে ঘুরে দাঁড়াতে চায় দেশটি। গভর্নরের প্রত্যাশা, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী দুই বছরে দেশটিতে প্রবৃদ্ধি ৬.৫-৭.৫ শতাংশ বাড়বে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ