Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার রেচেল জুকার বললেন, চীন নয় করোনা ইতালি থেকে যুক্তরাষ্ট্রে ছড়িয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ৬:০১ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত চিন্তাবিদ রেচেল জুকারের দাবি, চীন নয় ইতালি থেকে যুক্তরাষ্ট্রে করোনা ছড়িয়েছে। তিনি গত শুক্রবার ‘পেন রাইটার্স ডটনেট’ এ দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।

তিনি নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো’র কথার সাথে সহমত পোষণ করে বলেন, কুমো ঠিকই বলেছেন যে চীন নয়, ইউরোপ থেকেই আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
রেচেল জুকার বলেন, ফেব্রুয়ারি মাসেই ইতালিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। প্রায় একই সময়ে অন্তত ২৮ হাজার করোনায় আক্রান্ত মানুষ আমেরিকায় ছড়িয়ে পড়ে। এর মধ্যে অন্তত ১০ হাজার জন শুধু নিউইয়র্কেই। আমি নিউয়র্কে বাস করি। আমি দেখেছি সেসময়ের ভয়ংকর অবস্থা।
তার মতে, যুক্তরাষ্ট্রে প্রণোদনার অর্থ প্রদানের ক্ষেত্রে দম্পতির অভিবাসন স্ট্যাটাসকে বিবেচনা করা ঠিক হয়নি।যদিও ২০০৮ সালে আর্থিক অনটনের সময় দেওয়া প্রণোদনা প্রদানেও এই নিয়ম কার্যকর ছিল।
তার মতে, আমেরিকান নাগরিকের স্বামী বা স্ত্রীর মধ্যে যাদের সোস্যাল সিকিউরিটি নম্বর নেই, সেই সব দম্পতি প্রণোদনার পুরো অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন। কোটি আমেরিকানদের মধ্যে যারা সরকারের দেওয়া অর্থ পাচ্ছেন না, তাঁরা নিজেদের দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ