Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিগ বাতিল চায় ক্লাবগুলো

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ৫:১৬ পিএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ সংস্করণের ভবিষ্যত কি, করোনাভাইরাস আতঙ্কের এই সময় বিপিএলের খেলা ফের মাঠে গড়াবে কিনা? তা জানতেই শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় বসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি। সভায় বিপিএলের ১৩ ক্লাবই মতামত দিয়েছে চলতি বছরের লিগ বাতিল করতে। কারণ, করোনা দুর্যোগের এই সময় কবে লিগ শুরু সম্ভব হবে তা কেউ বলতে পারেন না। তাই ক্লাবগুলো আর্থিক ক্ষতি পোষাতে তড়িৎ একটি সিদ্ধান্ত চাইছে লিগ কমিটির কাছে। তারা সরাসরিই বলছে লিগ বাতিল করতে। তবে লিগ বাতিলের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই পেশাদার লিগ কমিটির। যে কারণে ভিডিও কনফারেন্সে ক্লাবগুলোকে জানানো হয়, বাফুফের নির্বাহী কমিটি সভার মাধ্যমে সিদ্ধান্ত নেবে লিগ বাতিল হবে কিনা। সভায় বিদেশি খেলোয়াড় বাদ দিয়ে স্থানীয়দের নিয়ে লিগ আয়োজনের প্রস্তাব উঠলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এক্ষেত্রে ফিফা এবং এএফসির কোনো বিধিনিষেধ আছে কিনা বাফুফে সেটা জানতে চাইবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা শেষে লিগ কমিটির সদস্য এবং ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ফুটবল দলের ম্যানেজার আমের খান ইনকিলাবকে বলেন,‘ভিডিও কনফারেন্সে সব ক্লাবই বলেছে এবারের লিগ বাতিল করে দিয়ে আগামীতে নতুন মৌসুমের লিগ শুরু করতে। পাশাপাশি ক্লাবগুলো যে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে তা কাটাতে ফিফা এবং এএফসি’র সহযোগিতা নিতে বাফুফেকে বলা হয়েছে। খুব তাড়াতাড়িই আমরা একটা সমাধান চাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ