Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জে) উপজেলা সংবাদদাতা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩নং রামশীল ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন তথ্যানুসন্ধানে জানা যায়, ২০১৫-১৬ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প টিআর ১ম পর্যায়ে রাজাপুর বিধান সমদ্দারের বাড়িতে সোলার প্যানেল স্থাপনের নামে ২ মি. টন খাদ্য শষ্য শৈলদাহ গ্রামে আলো শিখা দুর্গা মন্দিরে সোলার প্যানেল স্থাপনের নামে ২ মে. টন খাদ্য শষ্য বরাদ্দ দেয়া হয় এবং এলজিএসপি প্রকল্প ২-এর আওতায় ২০১৫-১৬ অর্থ বছরের দক্ষতা ভিত্তিক হিসাবে ৭নং ওয়ার্ডের খাগবাড়ী গ্রামে অমল মল্লিক নামে ৭৫ হাজার টাকা মূল্যের একটি গভীর নলকূপ স্থাপন ও রাজাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবনে একটি কক্ষ নির্মাণের জন্য ১ লক্ষ ১১ হাজার ৭শ’ ৯৯ টাকা বরাদ্দ দেয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, খাগবাড়ী গ্রামে যার নামে গভীর নলকূপ বরাদ্দ দেয়া হয়েছে অমল মল্লিক নামে ওই গ্রামে কোন লোক নেই। রাজাপুর গ্রামে বিধান সমদ্দারের নামে যে সোলার প্যানেল দেখানো হয়েছে সেটা তার নিজের টাকায় ৪ বছর পূর্বে ক্রয় করা, শৈলদাহ আলো শিখা মন্দিরে সোলার প্যানেল ২০১৪-১৫ অর্থ বছরে দেয়া হয়েছে এবং রাজাপুর উচ্চ বিদ্যালয়ের কোন কক্ষ নির্মাণ না করে প্রকল্পের সমস্ত টাকা চেয়ারম্যান খোকন বালা ও তার ইউপি সদস্যরা আত্মসাৎ করেন। এছাড়াও তার বিরুদ্ধে খাগবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের নামে প্রতিবছর একাধিক প্রকল্প দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে চেয়ারম্যান খোকন বালার বক্তব্য পেতে তার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ