রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি রাস্তার গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় সরেজমিনে গেলে স্থানীয় মোহন্ত কুমার গাইন, বিষ্ণুপদ বাকচী, মহানন্দ বাকচী জানান, কোটালীপাড়া রাজৈর সড়কে রামনগর বাজার ব্রিজের উল্টর পাশ থেকে ব্রিজ নির্মাণের সুবিধার্থে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ৯টি চাম্বল গাছ কাটা হয়। উক্ত গাছের উপরের অংশ থেকে প্রায় ৮শ’ মণ কাঠ স্থানীয় সন্তোষ বাড়ৈ (মেম্বার) অমল বৈরাগী, সুদর্শন হালদার মিলে বাজারের বিভিন্ন দোকানদারদের কাছে বিক্রি করে লক্ষ টাকা হাতিয়ে নেয়। এছাড়াও হিজলবাড়ী গ্রামের সঞ্জয় হালদার ওই ইউনিয়নের চেয়ারম্যান মাইকেল ওঝা ও তার ইউপি সদস্যদের বিরুদ্ধে ২০১৫-১৬ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি ইজিপিপি ২য় পর্যার প্রকল্পের ৮ লক্ষ ৯৮ হাজার ও গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের ১ম পর্যায়ে কাবিখা কাজ না করে ১৪ মে. টন খাদ্যশস্য আত্মসাৎ করার অভিযোগ করেন। এ ব্যাপারে চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, প্রকল্পের কাজ হয়েছে এবং গাছ বিক্রি হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।