বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে ত্রাণ আত্মসাতের অভিযোগে এক জনকে গণ পিটুনি দিয়েছে স্থানীয় বস্তিবাসী । জান্নাত বেগম নামে ওই মহিলা এখন হাসপাতালে ।
জানা যায় , নগরীর বায়েজিদ থানাধীন বাংলাবাজারে স্থানীয় কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর কাছ থেকে বস্তিবাসীর জন্য ত্রাণ নিয়ে আত্মসাতের চেষ্টা করেন কাউন্সিলরের ওই অনুসারী। ঘটনা জানাজানি হলে স্থানীয় বস্তিবাসীর রোষানলে পড়ে মারধরের শিকার হয়েছেন তিনি। পরে বস্তিতে থাকা লোকজন জান্নাতের বাড়ি থেকে এসব ত্রাণ ছিনিয়ে নেয়।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ত্রাণ নিয়ে চলে যাওয়া বস্তির লোকজনের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন ওই নারী।
স্থানীয়রা জানায়, কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু এসব ত্রাণ বিতরণের জন্য জান্নাত বেগমকে দিয়েছিলেন। জান্নাত বেগম বস্তিতে বসবাস করা দুইশ লোকের তালিকা দেখিয়ে এসব ত্রাণ নিয়ে গিয়েছিলেন। কিন্তু নিজের পরিচিত ১০-১৫ জনকে ত্রাণ বিতরণ করে বাকিগুলো বাসায় রেখে দেন।
বস্তির লোকজন যাদের জন্য এসব ত্রাণ দেওয়া হয়েছিল তারা জড়ো হয়ে জান্নাত বেগমের বাসায় ঢুকে এসব ত্রাণ দেখতে পায়। পরে জান্নাত বেগমের সঙ্গে তর্কাতর্কির পর্যায়ে লোকজন তাকে মারধর করে। বাসার ভেতর ঢুকে ত্রাণের প্যাকেট নিয়ে চলে যায় তারা ।
তবে সাহেদ ইকবাল বাবু সাংবাদিকদের বলেন, বাংলাবাজার এলাকায় বিভিন্ন বস্তিতে ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হয়নি। জান্নাত বেগমকে ২০০ প্যাকেট ত্রাণ বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি সেগুলো বিলি করে ছবি তুলে রেখেছেন। ষড়যন্ত্র করে তাকে মারধর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।