Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বানারীপাড়ায় র‌্যালি ও স্মারকলিপি প্রদান

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা

বানারীপাড়ায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষে র‌্যালি ও স্মারকলিপি পেশ করেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি সুধীর রায় ও সম্পাদক আঃ সালাম বাহাদুরের নেতৃত্বে পৌর শহরে র‌্যালি বের করা হয়। পৌর শহরের ১ নং ওয়ার্ডের উত্তরপাড় বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে র‌্যালিটি শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি সুধীর রায় ও সম্পাদক আঃ সালাম বাহাদুর, সহ-সভাপতি সুনীল চন্দ্র হালদার, সহ-সম্পাদক আঃ হাকিম সরদার, কোষাধ্যক্ষ মোঃ সেলিম সরদার প্রমুখ। জাটকা ও মা ইলিশ রক্ষায় ২০০৯-১০ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পরিপত্রের বাস্তবায়ন, মৎস্য সম্পদ, মৎস্যজীবী রক্ষায় খোলা ও বদ্ধ জলমহলের অধিকার মৎস্যজীবী জেলে দ্বারা গঠিত জেলে সমিতির হাতে ন্যাস্ত, মৎস্যজীবী জেলেদের ভিজিএফ বিকল্প কর্মসংস্থানের অর্থ বিতরণের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ২০০৯-১০ পরিপত্র বাস্তবায়ন, ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের ভিজিএফ বিতরণে অনিয়ম বন্ধ করে যথা সময়ে ভিজিএফ চাল বিতরণ, জেলা প্রতিনিধিদের স্বাক্ষর ছাড়া জেলেদের তালিকা ও মাস্টাররোল গ্রহণ না করা, জলদস্যু দমন, মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় মৎস্যজীবী জেলেদের জীবনবীমা, নিহত মৎস্যজীবী জেলে পরিবারকে ২ লক্ষ টাকা প্রদান জাল পোড়ানো, মোবাইল কোর্ট, জলোচ্ছ্বাস ও জলদস্যু সহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী জেলে পরিবারকে পুনর্বাসন করার বিভিন্ন দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বানারীপাড়ায় র‌্যালি ও স্মারকলিপি প্রদান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ