বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বারো আউলিয়ার চট্টগ্রামে বাড়ি ঘরে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি চলছে। করোনা প্রতিরোধে সবাই ঘরবন্দি। মসজিদে সীমিত আকারে চলছে জামাত। সিয়াম সাধনার এই মাসে ঘরেই আদায় করতে হচ্ছে তারাবির নামাজ।
গতকাল শুক্রবার নগরীর মসজিদগুলোতে সীমিত মুসল্লির উপস্থিতিতে জুমার নামাজ শেষে করোনা থেকে মুক্তি চেয়ে বিশেষ মোনাজাত হয়। ইমাম, খতিবগণ মহান আল্লাহর দরবারে কান্নায় ভেঙ্গে পড়েন। মসজিদ থেকে তারাবির নামাজও বাসায় আদায় করার আহŸান জানানো হয়। তবে সরকারি নির্দেশনা মেনে দুই জন হাফেজসহ ১২ জনের অংশগ্রহণে তারাবির প্রস্তুতিও চলছে মসজিদে।
এদিকে গতকাল অনেকে রোজার প্রয়োজনীয় কেনাকাটা সারেন। কাঁচাবাজারে ছিলো ভিড়। ইফতার ও সেহেরির ভোগ্যপণ্যের দোকানে কেনা বেচাও ছিলো জমজমাট। এবার বাইরে ইফতারি বিক্রি বন্ধ। বাসাতেই বানাতে হবে হরেক ইফতার। প্রতি বছর রমজানে পানি ও বিদ্যুতের চাহিদা বাড়ে। শাটডাউনের কারণে কোন কোন এলাকায় পানির সঙ্কট চলছে। তবে রমজানে কষ্ট লাগবে পিডিবি এবং ওয়াসা বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। পিডিবির প্রধান প্রকৌশলী শামসুল আলম বলেন, এবার বিদ্যুতের কোন সমস্যা হবে না।
প্রতিবেশিদের নিয়ে ইফতার করার রেওয়াজ এবার ভাঙতে হচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিতে বন্ধ থাকবে ইফতার মাহফিল আয়োজন। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো এবার এমন আয়োজন করছে না। চট্টগ্রামের মানুষ প্রতি রমজানে উদার হাতে দান করেন। পবিত্র এ মাসকে ঘিরে দান-সহায়তা বাড়ছে। অনেকে ইফতার আয়োজন বাদ দিয়ে সে অর্থ বিলিয়ে দিচ্ছেন। দুর্যোগে কষ্টে থাকা কর্মজীবী, শ্রমজীবীসহ স্বল্প আয়ের মানুষের ঘরেও চলছে সিয়াম সাধনার আয়োজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।