মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তিন কোটি টনেরও বেশি শস্য মজুদের প্রস্তুতি শুরু করেছে চীন। করোনাভাইরাস মহামারিতে সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটলে তা থেকে নিজেদের রক্ষায় এসব শস্য মজুতের পরিকল্পনা করা হচ্ছে। এসব শস্যের বেশিরভাগই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হবে। এই পরিকল্পনা সম্পর্কে ওয়াকিবহাল তিনটি স‚ত্রের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের জেরে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে গত জানুয়ারিতে প্রথম ধাপের বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। ওই চুক্তি অনুযায়ী নিজেদের প্রতিশ্রুতি প‚রণের লক্ষ্যে চীন কাজ করছে বলে জানিয়েছে রয়টার্সের একটি স‚ত্র। চীনের পরিকল্পনা হলো অতিরিক্ত এক কোটি টন সয়াবিন, দুই কোটি টন ভুট্টা এবং দশ লাখ টন তুলা রাষ্ট্রীয় মজুতে যুক্ত করা। শস্যের পাশাপাশি আরও দশ লাখ টন চিনি ও ২০ লাখ টন সয়াবিন তেলও মজুত করতে চায় বেইজিং। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।