Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপে অর্ধেক মৃত্যুই বৃদ্ধনিবাসে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ১২:০৫ এএম

ইউরোপে কোভিড-১৯ এ অর্ধেক মানুষেরই মৃত্যু ঘটেছে বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিচর্যাকেন্দ্র বা বৃদ্ধনিবাসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)বৃদ্ধনিবাসগুলোতে মানুষের মৃত্যুর এই উদ্বেগজনক তথ্য তুলে ধরেছে। ডব্লিউএইচও’র ইউরোপীয় কার্যালয়ের পরিচালক হ্যান্স ক্লুগ বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে বৃদ্ধনিবাসগুলোর ভয়াবহ চিত্র উঠে আসছে। “ইউরোপ অঞ্চলের দেশগুলোতে মোট মৃত্যুর হিসাবে কোভিড-১৯ এ যত মানুষ মারা গেছে তার অর্ধেকই এই সব কেয়ার হোমের বাসিন্দা। বৃদ্ধাশ্রমে সেবার দিকটি বরাবরই অবহেলিত।এসব প্রতিষ্ঠানের কর্মীদের কাজও বেশি মজুরিও কম উল্লেখ করে ক্লুগ তাদের জন্য আরো সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা করার আহ্বান জানান এবং বলেন,এই মহামারীর সময়ে তারাই ‘বীর’। বৃদ্ধরাই বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকায় ক্লুগ করোনাভাইরাস পরীক্ষার ক্ষেত্রে বৃদ্ধনিবাসগুলোকেই প্রাধান্য দেওয়া উচিত বলে মত দেন। তবে ডব্লিউএইচও’র ইউরোপ অঞ্চলের পরিচালক ক্লুগ বলছেন, ‘ওএনএস’ এর প্রকশিত পরিসংখ্যানের চেয়েও বৃদ্ধনিবাসগুলোতে মৃতের প্রকৃত সংখ্যা বেশি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ