Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

৫ লাখ বেলার খাবার ফ্রি নিউ ইয়র্কের মুসলিমদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ১২:০৫ এএম

রমজানে মুসলিমদের জন্য ৫ লাখ বেলার হালাল খাবার সরবরাহ করবে নিউ ইয়র্ক শহর কর্তৃপক্ষ। শহরের মেয়র বিল দা ব্লাসিও বলেন, শহরের একটি কর্মস‚চির আওতায় মুসলিমদের এই খাবার সরবরাহ করা হবে। এই কর্মস‚চির মাধ্যমে খাবার কিনতে পারবেন না এমন ২০ লাখ বাসিন্দাকে খাবার দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে শহর কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে বøুমবার্গ। খবরে বলা হয়, শিক্ষা বিভাগের বিভিন্ন ভবনে বিতরণ করা হবে ৪ লাখ বেলার হালাল খাবার। বাকি খাবার কমিউনিটি-ভিত্তিক সংগঠনের মাধ্যমে বিতরণ করা হবে। মুসলমানদের রমজানের খাবার দেওয়ার পাশাপাশি ইহুদীদের জন্য কোশারের খাবারও সরবরাহ করে নিউ ইয়র্ক। এই কর্মস‚চির আওতায় ৪৩৫টি স্থাপনায় ও ট্যাক্সির মাধ্যমে ১ কোটি বেলার খাবার সরবরাহ করা হয়েছে। এজন্য শহরের ব্যয় হয়েছে ১৭ কোটি ডলার। মেয়র ব্লাসিও বলেন, “রমজানের সবচেয়ে মহৎ আহ্বানগুলোর একটি হচ্ছেক্ষুদার্তকে খাবার দাও। যাদের প্রয়োজন তাদের কথা স্মরণ করা। কিন্তু এই কাজ এখন আগের যেকোনো সময়ের চেয়ে কঠিন কারণ মানুষ এখন মসজিদেও যেতেও পারছে না।” তিনি আরও বলেন, তার কার্যালয়ের কর্মকর্তারা এই মাসের মধ্যে ১ কোটি ও মে মাসে ১.৫ কোটি বেলার খাবার সরবরাহ করার লক্ষ্যমাত্রা ঠিক করেছেন। শেষ পর্যন্ত এই কর্মস‚চির ব্যয় কেমন হবে, তা তিনি জানাননি। কিন্তু তার ভাষ্য, “নিউ ইয়র্কের কোনো বাসিন্দাক্ষুদার্ত থাকবে না। আপনার শহরই আপনার পাশে থাকবে।” বøুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ