Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাদেরকে মূল্য দিতে হবে : পম্পেও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ১২:০৫ এএম

করোনাভাইরাস মোকাবিলায় চীনের অবস্থানের সমালোচনা করেছিলেন আগেই। এবার কোভিড-১৯ রোগের মহামারির জন্য সরাসরি চীনকে দায়ী করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ফক্স চ্যানেলের সিন হ্যানিটি শোতে পম্পেও বলেছেন, ‘অনেক যন্ত্রণা আর জীবন হারাতে হয়েছে চীনের কারণে। তারা তথ্য না দেওয়ায় এখন বৈশ্বিক ও আমেরিকান অর্থনীতি বিশাল চ্যালেঞ্জের মুখে।’ মার্কিন সরকারের এ কর্মকর্তা আরো বলেছেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী যে চীনা কমিউনিস্ট পার্টি যা করেছে, তার জন্য মূল্য দেবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রকে।’ এ মহামারির জন্য চীনকে ক্ষতিপ‚রণ দেওয়া উচিত কিনা প্রশ্নে পম্পেও আগে বলেছিলেন, পাল্টাপাল্টি অভিযোগের সময় পরেও আছে। কিন্তু এবার তিনি সরাসরি বললেন, তাদেরকে মূল্য দিতে হবে।’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ