রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দুপচাঁচিয়া-মোনামগাড়ী সড়ক
মো. গোলাম ফারুক, দুপচাঁচিয়া (বগুড়া) থেকে
বগুড়া-মোনামগাড়ী ভায়া দুপচাঁচিয়া সড়কের বেহাল দশা। সড়কটি বিভিন্ন স্থানের পিচ উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই বর্ষা মৌসুমে গর্তগুলোতে পানি জমে থাকায় যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন ও এলাকাবাসী চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মোনামগাড়ী বাস স্ট্যান্ডটি অবস্থিত। বগুড়া-মোনামগাড়ী ভায়া দুপচাঁচিয়া চলাচলের গুরুত্বপূর্ণ এই সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন বগুড়া থেকে বিভিন্ন যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোসহ বিভিন্ন যানবাহন ক্ষেতলাল হয়ে জয়পুরহাট জেলা সদরসহ স্থল বন্দর হিলিতে যাতায়াত করে। এছাড়াও এই সড়কের পাশেই উপজেলার ঐতিহ্যবাহী ধাপ-সুলতানগঞ্জ হাটসহ মোস্তফাপুর এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। ফলে রাস্তাটির গুরুত্ব আরো বেশি। এছাড়াও এই সড়কটি দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নবাসীর উপজেলা সদরের যাতায়াতের একমাত্র পথ। সড়কটি প্রায় ২ বছর পূর্বে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর থেকে সংস্কার করা হয়। অভিযোগ উঠেছে কাজের গুণগত মান নি¤œ মানের হওয়ায় এই সড়কের বিভিন্ন স্থানের পিচসহ কার্পেটিংয়ের পাথর ওঠে গর্ত সৃষ্টি হয়েছে। এতে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ব্যাপারে দুপচাঁচিয়া চামরুল ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান আলী জানান, সড়কটি প্রায় ২ বছর পূর্বে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর থেকে সড়কটি সংস্কার করা হয়। সংস্কারের কিছু দিন পরেই সড়কটির বিভিন্ন স্থানে পিচ পাথর উঠে যায় এবং খোয়াগুলি কংকালের মতো বের হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এই বর্ষা মৌসুমে গর্তগুলোতে পানি জমে থাকায় বিভিন্ন যানবাহনসহ জনগণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। খানা-খন্দকে ভরা এই সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যে কোন মুহূর্তে সড়কটিতে যে কোন বড় ধরনের দুর্ঘটনাসহ যানবাহন চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা বিরাজ করছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী নূর-এ-আলম ছিদ্দিকীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। অল্প সময়েই টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নির্বাচিত করে সড়কটি দ্রুত সংস্কার করা হবে। এ দিকে ভুক্তভোগী এলাকাবাসী সড়কটি দ্রুত সংস্কারের লক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।