Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিণতিতে হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ

কিমের অসুস্থের খবরকে ট্রাম্প বললেন ভুয়া সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ১২:০৫ এএম

পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ‘গুরুতর অসুস্থ’ বলে প্রতিবেদন প্রকাশ করেছিল সিএনএন। যুক্তরাষ্ট্রের এ সংবাদ সংস্থার দাবি উত্তর কোরিয়া তো বটেই, প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কিন্তু একটা ব্যাপার স্পষ্ট, কিম পরবর্তী পিয়ংইয়ংয়ের প্রভাব বিস্তার নিয়ে ঠন্ডা যুদ্ধ শুরু হওয়া সময়ের ব্যাপার। কয়েকজন সামরিক বিশেষজ্ঞ তো বলেই দিলেন, কিমের মৃত্যু ডেকে আনতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। মার্কিন মিলিটারি টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণ কোরিয়ার স্পেশাল অপারেশনসের সাবেক প্রধান চুন ইন বাম বলেছেন, যুদ্ধের পরিস্থিতি তৈরি করবে চীন ও যুক্তরাষ্ট্র। সাবেক এই সেনা কর্মকর্তা বলেছেন, ‘কিম পরবর্তী উত্তর কোরিয়াকে কেন্দ্র করে দেখা দিতে পারে পরমাণু যুদ্ধ। শীর্ষ নেতার মৃত্যুর পর উত্তর কোরিয়ায় আমেরিকা ঢোকার চেষ্টা করবেই। শুধু তাই নয়, চীনও পিছিয়ে থাকবে না।’ চুন ইনের মতে, এই দুই পরাশক্তির অনুপ্রবেশ উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব খর্ব করবে। আর এটা মেনে নেবে না পিয়ংইয়ং। তাদের পাল্টা আঘাত চীন-আমেরিকার জন্য সুখকর হবে না। পরিণতিতে হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। কিমের অসুস্থতার খবরে দক্ষিণ কোরিয়ার অতি উৎসাহী মনোভাবও চোখে পড়েছে চুন ইনের। আরেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ সাবেক মার্কিন কর্নেল ডেভিড ম্যাক্সওয়েল ডেইলি মেইলকে বলেছেন, ‘কিম জং উনের মৃত্যুর পর তার উত্তরস‚রি বাছাই নিয়ে উত্তর কোরিয়ায় তুমুল অশান্তি সৃষ্টি হতে পারে।’ অপর এক খবরে বলা হয়, স¤প্রতি হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এমন প্রতিবেদন সঠিক নয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, ভুয়া প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন। বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, সিএনএন ভুয়া খবর প্রকাশ করেছে। শুনেছি পুরানো ডকুমেন্টের এ প্রতিবেদন। অন্যদিকে কিমের বর্তমান শারীরিক অবস্থার সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যান। সিএনএন গত সোমবার দাবি করে, হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর সংকটাপন্ন অবস্থায় আছেন কিম জং উন। অন্যদিকে দক্ষিণ কোরিয়া ভিত্তিক সংবাদমাধ্যম এনকের প্রতিবেদনেও দাবি করা হয়, কিম জং উনের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে। সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ