Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ১২:০৫ এএম

প্রত্যাখ্যান রাশিয়ার
ইনকিলাব ডেস্ক : ইরান প্রথমবারের মতো ভ‚পৃষ্ঠের কক্ষপথে কৃত্রিম সামরিক উপগ্রহ স্থাপন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে বলে আমেরিকা যে অভিযোগ করেছে তা ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যে দেশটি নির্লজ্জভাবে ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে যাচ্ছে তার পক্ষ থেকে আন্তর্জাতিক নিন্দা প্রশমনের জন্য ইরানকে অভিযুক্ত করার ঘটনা এটি প্রথম
নয়। স্পুটনিক।


আনছে ইন্দোনেশিয়া
ইনকিলাব ডেস্ক : আকাশ ও সাগরপথে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আনছে ইন্দোনেশিয়া। চলতি সপ্তাহ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগামী ৩১ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকতে পারে। তবে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম থাকবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যেন আবারও বেড়ে যেতে না পারে সেজন্যই এই পদক্ষেপ নেওয়া
হয়েছে। রয়টার্স।


সুদানে অনির্দিষ্টকাল
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ সুদানের উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স সে দেশের আংশিক লকডাউনের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিয়েছে। তার মানে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং অধিকাংশ দোকান বন্ধ
থাকবে, বন্ধ থাকবে দক্ষিণ সুদানের সীমান্ত এবং যুবা আন্তর্জাতিক বিমান
বন্দর। ভিওএ।


উদ্বেগ প্রকাশ
ইনকিলাব ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিদেশে আটক আমেরিকান নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিশেষত ইরান কিংবা সিরিয়ায় আটক রয়েছে। এই দুর্যোগের সময়ে বিদেশে থাকা আমেরিকান নাগরিকদের সুরক্ষা যুক্তরাষ্ট্র সরকারের জন্য সর্বোচ্চ অগ্রাধিকারের
বিষয়। ভিওএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ