মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ৮৭৪ বন্দিকে মুক্তি দিচ্ছে আমিরাত। আল আরাবিয়া উর্দু জানায়, সংযুক্ত আরব আমিরাতের শেখ মোহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম বুধবার (২২ এপ্রিল) এ নির্দেশ দেন।
প্রতিবছর মাহে রমজান উপলক্ষে বন্দিদের মুক্তি দিয়ে থাকে আরব আমিরাত। দেশটি এর আগে ১ হাজার ৫১১ বন্দিকে মুক্তি দিয়েছিল।
পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন দেশের ৫৮৭ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম।
দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল ইসাম ঈসা আল হুমায়ূন বলেন, এসব বন্দিরা যাতে নতুন করে করে আবার তাদের পরিবারের সঙ্গে সুন্দর জীবন শুরু করতে পারে তা করতেই দুবাই শাসক এ নির্দেশ দিয়েছেন।
তিনি আরো বলেন, ইতিমধ্যে বন্দিদের মুক্তি দিতে আইনী প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া দুবাইতে রমজান মাস উপলক্ষে দেশটির পণ্যবাজারে বিশাল মূল্যছাড়ের ঘোষণা দেয়া হয়েছে। সেইসঙ্গে পবিত্র রমজান মাসে কেউ যাতে ভিক্ষাবৃত্তির নামে ব্যবসা করতে না পারে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।