মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসলামের হিজরি সনের নতুন চাঁদ উদিত হবার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এ উপলক্ষে এক টেলি বার্তায় সউদী আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান মুসলিম বিশ্বের ও নেতাদের প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় সবার জন্য ভালো কাজগুলো কবুল হওয়ার দোয়াও করা হয়। পাশাপাশি বর্তমানে সারাবিশ্বে বিস্তার লাভ করা মহামারী করোনাভাইরাসকে সকল মুসলিম দেশসহ অন্যান্য দেশ হতে উঠিয়ে নেয়ার দোয়াও বার্তায় উল্লেখ করেন।
এসময় বাদশাহ মহিমান্বিত এ মাসে যেন মুসলিম দেশগুলোকে সম্মানিত ও শক্তিশালী হয়ে নানান অগ্রগতি ও উন্নতি বয়ে আনে সেই আশা ব্যক্ত করেন।
গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সউদী আরবের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। তারাবি পরে আজ তারা রোজা রেখেছেন। মহামারি করোনার কারণে মুসল্লি শূন্য মসজিদে হারাম রমজানকে বরণ করে নিয়েছে। সউদী আরবের সব মসজিদে তারাবি বন্ধ থাকলেও সীমিত সংখ্যক মুসল্লি ও রাকাত কমিয়ে এশার নামাজের পর তারাবি শুরু পড়েছে।
মসজিদে হারামের তারাবি পড়াচ্ছেন প্রবীণ দুই ইমাম। জীবনের লম্বা সময় ধরে উভয়েই পবিত্র এই স্থানটিতে ইমামতি করে যাচ্ছেন। হারামের জামাতে অংশ নেওয়া মুসল্লিরা যাদের তেলাওয়াতে হৃদয়ে প্রশান্তি অনুভব করেন, তাদের তেলাওয়াতের সুরে হৃদয় সিক্ত করেন।
বলছি দীর্ঘ ৩৭ বছর ধরে ইমামতির দায়িত্বপালনকারী সৌভাগ্যবান ব্যক্তিত্ব শায়খ ড. আবদুর রহমান আস সুদাইস ও ৩০ বছর ধরে ইমামতির দায়িত্ব পালনকারী শায়খ ড. শায়খ সাউদ আশ শুরাইমের কথা।
অন্যদিকে মসজিদে নববীতে তারাবির ইমামতি করবেন শায়খ আবদুল মুহসিন আল কাসেম ও শায়খ সালাহ আল বুদায়ের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।