Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন শিথিলের পরামর্শ নোবেল জয়ী অর্থনীতিবিদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ৩:৪৫ পিএম

করোনা দুর্যোগের মাঝেও অর্থনীতির চাকা সচল রাখতে জরুরি প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পরামর্শ দিলেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি।

বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপ-আমেরিকার মতো বাংলাদেশ-ভারতেও টাকা ছাপিয়ে মানুষের হাতে পৌঁছে দিতে হবে। এতে সচল থাকবে অর্থনীতির চাকা। এড়ানো যাবে দুর্ভিক্ষ।
এ জন্য চলমান লকডাউন কিছুটা শিথিল করার পরামর্শ দিয়েছেন তিনি।

অভিজিৎ ব্যানার্জি বলেন, মানুষের জীবন-জীবিকার জন্য টাকা ছাপিয়ে তাদের হাতে পৌঁছে দিতে হবে। আমরা এখনও এটা করছি না এই ভয়ে যে মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে।

তিনি বলেন, যেহেতু বাংলাদেশে এখনও আস্তে আস্তে ছড়াচ্ছে এই ভাইরাস। আরও বেশ কিছু দিন ছড়াবে। যেহেতু কিছুটা সময় পাওয়া গেছে তাই এ সময়টাকে ব্যবহার করা উচিত।

সেই সঙ্গে ফসল তোলা ও কৃষিকাজ পুরো দমে অব্যাহত রাখার এবং যুবকদের বেশি বেশি কাজে লাগানোর পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ।

তিনি বলেন, কম বয়সীদের দিয়ে কাজ করাতে হবে, যারা মুখোশ ও গ্লাভস পরে কাজে যাবে। এ রকম কিছু কিছু সহজ পদক্ষেপ নিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ