গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর বনানী, গুলশান ও কড়াইল আদর্শ নগর এলাকার ছয় হাজার পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। ব্র্যাক, ইউএনডিপি, গুলশান সোসাইটিসহ বিভিন্ন কোম্পানি ও মহল থেকে ব্যক্তিগত উদ্যোগে এসব সহায়তা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মফিজুর রহমানের উদ্যোগে ব্র্যাক, ইউএনডিপি, গুলশান সোসাইটিসহ বিভিন্ন কোম্পানি ও মহলের সহযোগিতায় এসব সহায়তা প্রদান করা হয়েছে।
ডিএনসিসি’র ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের নির্বাচনী এলাকায় রিকশাওয়ালা থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবীর নিম্ন আয়ের মানুষদের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়। এসময় ত্রাণ হিসেবে চাল, ডাল, আলু, তেল ও সাবান দেওয়া হয় সাধারণ মানুষের মধ্যে।
করোনা পরিস্থিতিতে উপার্জন না থাকায় কড়াইল আদর্শনগর এলাকার সাধারণ নিম্ন আয়ের মানুষের মধ্যে পাঁচ হাজার এবং পুরো ওয়ার্ডে যারা নিম্ন আয়ের, তাদের এক হাজার জনের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।