Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দক্ষিণাঞ্চলে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ৪:২৪ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫-এ উন্নীত হল। এ অঞ্চলের অনেক প্রত্যন্ত গ্রামেগঞ্জেও করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। যাদের বেশীরভাগই নারায়নগঞ্জ থেকে আগত বা তাদের সংস্পর্ষে আসা মানুষ। আক্রান্তদের সিংহভাগই বরিশাল জেলায়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ জেলায় ৩৩ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এরপরেই সর্বাধীক আক্রান্ত জেলা বরগুনা। আক্রান্ত রোগীর সংখ্যা ১৮। অপেক্ষাকৃত এ ছোট জেলা সদরের বাইরের কয়েকটি উপজেলাতেও করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। মারা গেছেন বেতগী উপজেলাতে ৭২ বছর বয়েসী একজন। এছাড়া পটুয়াখালীতে ১৩, ঝালকাঠীতে ৬ এবং পিরোজপুরে এপর্যন্ত ৫জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।
তবে দ্বীপ জেলা ভোলাতে এখনো কোন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার সকালের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ৭ জন নতুন কেভিড-১৯ রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে বুধবার দুপরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় ৫ জন এবং বৃহস্পতিবার সকাল পর্যন্ত আরো দুজন নতুন রোগী সনাক্ত হয়েছে। যাদের একজন বরিশালের বাবুগঞ্জে, অপরজন বরগুনা সদরে। বুধবার সনাক্ত হওয়া ৫ জন রোগীর মধ্যে পটুযাখালীত ২ এবং বরিশালের হিজলা,বাবুগঞ্জ ও ঝালকাঠীতে ১ জন করে রোগী পাওয়া গেছে।
বৃহস্পতিবার পর্যন্ত শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৫৯ জন। যার মধ্যে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই রয়েছেন ১১ জন। এখনো করোনা আক্রান্তদের অনেকেই হোম আইসোলেশনে চিকিৎসাধীন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ