Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালকিনিতে স্কুলের গাছ কেটে নিল প্রভাবশালীরা

প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : কালকিনি উপজেলার নবগ্রাম এলাকার ১৩৫নং বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়েছে এলাকার প্রভাবশালীরা। আর এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। বিয়ষটি নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা কথা তুললে তাদের প্রকাশ্যে হুমকি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গেলে গ্রামবাসী জানায়, নবগ্রাম এলাকার দক্ষিণ কালাইতলা মৌজায় ৭১৮নং দাগে ৩৩শতাংশ জমিতে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। আর স্কুলের জমিতে রোপণ করা রেইনট্রি, চামবুল ও মেহগনি গাছ বড় হয়ে উঠলে তার ওপর লোলুপ দৃষ্টি পড়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি প্রদীপ বিশ্বাস ও তার স্ত্রী স্কুলের সহকারী শিক্ষিকা ভারতীর। তারা নিয়ম-নীতির তোয়াক্কা না করে জোরপূর্বক স্কুলের ৫০টি গাছ কেটে নিয়ে যায়। আর গাছ কাটা শুরু করলে স্কুলের প্রধান শিক্ষক সমীর রঞ্জন রায় গত ৪ জানুয়ারি ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দাখিল করে। কিন্তু অভিযোগের ২৮দিন পরেও ইউএনও কোন ব্যবস্থা গ্রহণ না করায় প্রভাবশালীরা কোন রকম বাধার সম্মুখীন না হয়েই গাছগুলো কেছে সাবাড় করে দেয়। এ ব্যাপারে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য রীনা বিশ্বাস অভিযোগ করে বলেন ‘গাছ লুটের বিষয়ে স্কুলের পক্ষে আমরা কথা বলি বিধায় আমাদের বিভিন্ন ভাবে হুমকি দেয়া হচ্ছে।’ আর হতাশ হয়ে স্কুলের প্রধান শিক্ষক সমীর রঞ্জন রায় বলেন ‘সরকারি গাছ রক্ষায় আমরা সরকারের প্রতিনিধিদের কাছে অভিযোগ দাখিল করেছি। সেখানে তারা ব্যবস্থা না নিলে অসহায় হয়ে দেখা ছাড়া আর কি করতে পারি।’ তবে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে ইউএনও শাম্মী আক্তার বলেন ‘এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালকিনিতে স্কুলের গাছ কেটে নিল প্রভাবশালীরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ