পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সরকারি সামগ্রী আত্মসাতের অভিযোগে ১০ দিনে ৭টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১২ এপ্রিল থেকে ২২ এপ্রিলের মধ্যে প্রযোজ্য ধারায় এসব মামলা করে দুদক। সেই সঙ্গে গ্রেফতার করেছে আসামিদেরও। গতকাল বুধবার এ তথ্য জানায় প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব ভট্টাচার্য্য জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির ত্রাণসহ অন্যান্য সরকারি সুবিধা আত্মসাতের অভিযোগে দুদক এ পর্যন্ত ৭টি মামলা করেছে। ১০ এপ্রিল দুদক জানিয়েছিল, ত্রাণসহ সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির কার্যক্রম নজরদারি করা হচ্ছে। এরপরই ১২ এপ্রিল বগুড়ায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে দুদক প্রথম মামলা দায়ের করে। পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় একই ধরনের অভিযোগে মোট ৭টি মামলা করে।
সর্বশেষ মঙ্গলবার মামলা করে নড়াইল জেলার কালিয়া উপজেলার একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। গতকাল বুধবার কমিশনের গোয়েন্দা শাখা থেকে এসব মামলা ও গ্রেফতারের বিষয়ে কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদকে অবহিত করা হয়। এসময় তিনি করোনার আতঙ্কের মাঝেও দুদক কর্মকর্তাদের কর্মস্পৃহাকে স্বাগত জানান।
ইকবাল মাহমুদ বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। এ যাবৎ যেসব মামলা করা হয়েছে সেগুলোর দ্রুত তদন্ত সম্পন্ন করতে হবে। তিনি বলেন, যাকেই ত্রাণ আত্মসাতে সম্পৃক্ত পাওয়া যাবে, তাকেই আইন আমলে নিয়ে আসতে হবে। কাউকেই ছাড় দেয়া হবে না। ত্রাণ আত্মসাৎকারীদের প্রচলিত আইনে এমন শাস্তির ব্যবস্থা করা হবে। যাতে ভবিষ্যতে কেউ ত্রাণ আত্মসাতের সাহস না পায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।