Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী নেতৃত্ব আসতে পারে উ.কোরিয়ায়

কিমের সুস্থতা কামনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের শারীরিক অবস্থা সংকটাপন্ন প্রকাশের পর থেকেই তার পরবর্তী উত্তরাধিকারী নিয়ে তৈরি হয়েছে নতুন এক পরিস্থিতি। কিমের পরে তার বোন বা ভাই রাজবংশের দায়িত্ব নেবেন বলে ধারণা করা হচ্ছে। আন্তার্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। শুধুমাত্র কিমের বোন হিসেবে নয়, উত্তর কোরিয়ার রাজনীতিতে এক সক্রিয় ভ‚মিকা পালন করে আসছে কিম ইয়ো জং। কোরিয়ার শাসক দল ওয়ার্কার পার্টির একজন সিনিয়র মেম্বার তিনি। সেই সাথে উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষমতাশীল নারী হিসেবে পরিচিত কিম ইয়ো জং। রাজনীতিতে আগ্রহের জের ধরে গেল মাসে তিনি জানান, ভাইয়ের সঙ্গে এখন থেকে মূল সম্মেলনগুলোতে যোগ দেবেন তিনি। এদিকে কিম জং উনের ভাই কিম জং চলের রাজনীতিতে তেমন কোন আগ্রহ নেই। গানই তার জীবনের অন্যতম আগ্রহের জায়গা। সে হিসেবে কিমের পর রাজবংশের দায়িত্ব আসছে তার বোন কিম ইয়ো জং-এর উপর। তবে সবকিছু শেষে কিম জং উন কেমন আছেন, তিনি আসলেই কাজে ফিরতে পারবেন কিনা এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অপর দিকে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে শুভেচ্ছা জানিয়ে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, তার সঙ্গে সুসম্পর্ক রয়েছে। তবে কিমের গুরুতর অসুস্থতার খবর সত্য কি না তা তিনি জানেন না। কিমের সুস্থতা কামনা করেছেন ট্রাম্প। এদিকে গুরুতর অসুস্থতার মার্কিন রিপোর্টকে আমলে নিচ্ছে না দক্ষিণ কোরিয়া ও চীন। দক্ষিণ কোরিয়ান এবং চীনা কর্মকর্তারাও মার্কিন গোয়েন্দা বিভাগের তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কার্ডিওভাসকুলার পদ্ধতির পর গুরুতর অসুস্থ, এমনকি হোয়াইট হাউস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বলে ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন। নিউ ইয়র্ক টাইমস, ইয়ন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ