Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে টিউলিপ ফুলের ১ লাখ স্টেম ছাঁটাই, উৎসব বাতিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ৮:১৪ পিএম

করোনাভাইরাসের প্রতিকূল আবহাওয়ার কারণে টিউলিপ ফুলের বাগানে সন্তর্পণে হাঁটার জন্য জাপানিদের আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।আর করোনাভাইরাস নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব বজায় রাখতে জাপানের একটি পার্কের টিউলিপ ফুলের এক লাখ স্টেম ছেঁটে ফেলেছে কতৃপক্ষ।আর বাতিল করেছে ‘সাকুরা টিউলিপ ফ্যাস্ট।-টাইমস অব ইন্ডিয়া, নিউজ১৮
রাজধানী টোকিওর পূর্ব দিকে সাকুরা শহরের কর্মকর্তারা ‘সাকুরা ফুরুসাটো হিরোবা’ পার্কের টিউলিপ গাছগুলো ধান কাটার মতো করে কেটেছে। একইসঙ্গে করোনাভাইরাসকে সামাল দিতে দেশটিতে গত সপ্তাহে জরুরি অবস্থা ঘোষণার পর তারা ‘সাকুরা টিউলিপ ফ্যাস্ট’ নামে টিউলিপ ফুলের উৎসবও বাতিল করে দিয়েছেন। লক্ষ্য হলো জনগণকে সমবেত হওয়া থেকে নিরুৎসাহিত করা।
সাকিহো কুশানো নামের একজন পর্যটন কর্মকর্তা বলেছেন, ‘ফুলগুলো যখন ফুটেছিল তখন অনেকেই এসেছিলেন। তাতে অনেক দর্শক জড়ো হয়ে যায়। আর এটাই আমরা চাচ্ছিলাম না। এছাড়া ফুল গাছগুলো কেটে ফেলে ছাড়া আমাদের জন্য আর কোনো পথও ছিল না।’
গোলাপি ও লাল ফুল না থাকলেও বছরের এই সময়টাতে ৭ হাজার বর্গমিটার ধরে কার্পেটের মতো ছড়িয়ে থাকে ফুল গাছের শাখা-প্রশাখা। সেটা দেখতেও উৎসুক দর্শকের ভীড় বাড়ে পার্কটিতে। ৭৭ বছর বয়সী মিসাকো ইয়োনেকুবো নামের একজন দর্শক বুধবার বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক। পরিস্থিতি দেখে মনটা খারাপ হয়ে গেল।’
কাটা গাছগুলো বিভিন্ন কিন্টারগার্টেনে দান করা হয়েছে। বুধবার পর্যন্ত জাপানে ১১ হাজার ৫০০ লোকের মধ্যে করোনা শনাক্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ