Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

গণকবর খনন 

ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যামাজোনাস রাজ্যের রাজধানী মেনাউস শহরে গণকবর খোড়ার কাজ করে যাচ্ছেন খননকারীরা। পরবর্তীতে সেখানেই কফিনে রাখা লাশ মাটি চাপা দেবেন কবরস্থানের কর্মীরা। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে ওই শহরে। রয়টার্স।


সেপ্টেম্বর পর্যন্ত
ইনকিলাব ডেস্ক : কিছু কিছু ক্ষেত্রে বিদ্যমান লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আগামী ২০ মে পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে বড় ধরনের যে কোনও আয়োজনের ওপর নিষেধাজ্ঞা থাকবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটে এ তথ্য জানিয়েছেন। সিএনএন।


বাড়ি ফেরা নিষেধ
ইনকিলাব ডেস্ক : আগামী ঈদুল ফিতরে নাগরিকদের বাড়ি ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইন্দোনেশিয়া। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে জোকো উইদোদো জানান, নাগরিকদের ঈদে বাড়ি যাওয়ার যে ঐতিহ্য রয়েছে সেটি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিএনএন।


মোবাইল নিষেধাজ্ঞা
ইনকিলাব ডেস্ক : পশ্চিমবঙ্গের সমস্ত করোনা হাসপাতালে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করলো রাজ্য সরকার। ইতিমধ্যেই সেই নির্দেশিকা সমস্ত জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং করোনা হাসপাতালের সুপারদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগী সকলের জন্যই এই নিয়ম প্রযোজ্য বলেও জানান
হয়েছে। এবিপি।


প্রথম মামলা যুক্তরাষ্ট্রে
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাস মোকাবেলায় যথেষ্ট পদক্ষেপ না নেয়ায় এবং এ কারণে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় অর্থনৈতিক ক্ষতির অভিযোগ তুলে স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্য সরকার চীন সরকার ও দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি চীনের বিরুদ্ধে করোনাভাইরাস নিয়ে মিথ্যাচারেরও অভিযোগ করা হয়েছে। রয়টার্স, সিএনএন।


সামরিক উপগ্রহ
ইনকিলাব ডেস্ক : প্রথমবারের মতো বুধবার সকালে মধ্যইরান থেকে প্রথম সামরিক উপগ্রহ আল-ন‚র উৎক্ষেপণ উৎক্ষেপণ করেছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই এমন খবর দিল ইরান। এতে বলা হয়, উপগ্রহটি সফলভাবে তার কক্ষপথে পৌঁছে গেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ