বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার নৌবাহিনীর পক্ষ থেকে দুটি হাসপাতাল ও ল্যাবে কর্মরত ডাক্তার ও নার্সদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, থার্মোমিটারসহ বিভিন্ন সামগ্রী হস্তান্তর করা হয়।
আইএসপিআর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশব্যাপী বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসা সেবায় ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
এর অংশ হিসেবে ওই দুটি হাসপাতালে ৩৫০ পিস ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), ১৭৫০ পিস মাস্ক, ১৭৫০ সেট গ্লাভস, ৩৫০ পিস বিশেষ নিরাপত্তা চশমা, ১০ পিচ থার্মোমিটার গান, ২০০০ পিস রিফিলসহ অটো স্যু প্রোটেকশান ডিস্পে›সার, থার্মাল আর্চওয়ে ও আইআর থার্মোমিটারসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।